বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নববধূকে নিয়ে ঘুরতে বেরিয়ে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামীর

  • প্রতিনিধি, চুয়াডাঙ্গা   
  • ৩ মার্চ, ২০২৩ ১১:৫৫

দর্শনা থানার ওসি বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

চুয়াডাঙ্গায় নববধূকে নিয়ে ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রীসহ দুই নারী।

সদর উপজেলার দর্শনা-হিজলগাড়ি সড়কের কেরু কোম্পানির আখ খামারের কাছে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

২২ বছর বয়সী নিহত শামীম হোসেন ফুরশেদপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

দুর্ঘটনায় আহত নববধূ সোনিয়া খাতুন ও তার ভাবি শেফালি খাতুনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, গত শুক্রবার সদর উপজেলার ডিহি-কৃষ্ণপুর গ্রামে শামীমের বিবাহ হয়। শামীম বিয়ের পর তার শ্বশুরবাড়িতে ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর নিজ ও শ্যালকের স্ত্রীকে নিয়ে বলদিয়া বিশ্বাসপাড়া এলাকায় বেড়াতে যান তিনি। এ সময় হিজলগাড়ি এলাকায় কেরু কোম্পানির আখ খামারের কাছে পৌঁছালে একটি কুকুরের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে শামীমসহ মোটরসাইকেলে থাকা সবাই সড়কের ওপরে ছিটকে পড়েন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমান শামীমকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক মুস্তাফিজুর রহমান জানান, হাসপাতালে নেয়ার আগেই শামীমের মৃত্যু হয়েছে। সোনিয়ার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহীতে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। এ ছাড়া আহত শেফালী খাতুন আশঙ্কামুক্ত।

ওসি আরও বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

এ বিভাগের আরো খবর