বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ট্রেনে ‘টিকিট যার ভ্রমণ তার’ বাস্তবায়নে টাস্কফোর্স মাঠে

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২ মার্চ, ২০২৩ ১৯:৫৩

বাংলাদেশ রেলওয়ের ৬টি টাস্কফোর্স টিমের মধ্যে দুটি চট্টগ্রাম, আখাউড়া ও লাকসামে কাজ করছে। বাকি চারটি টিম কাজ করছে ঢাকা, ভৈরব বাজার, ময়মনসিংহ, জামালপুর, দেওয়ানগঞ্জ, তারাকান্দি, জয়দেবপুর, সিলেট ও মোহনগঞ্জে।

ট্রেনে টিকিট কাটার নতুন পদ্ধতি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে ‘টিকিট যার, ভ্রমণ তার’ কার্যকর করা হয়েছে। আগে এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হচ্ছে, তারপর টিকিট পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ রেলওয়ের নেয়া নতুন এই কার্যক্রম বাস্তবায়নে রেলের পূর্বাঞ্চলে ৬টি টাস্কফোর্স টিম গঠন করা হয়েছে। ইতোমধ্যে তারা মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। এই কার্যক্রম এখন থেকে নিয়মিত চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রেলওয়ে সূত্র জানায়, ৬টি টাস্কফোর্স টিমের মধ্যে দুটি চট্টগ্রাম, আখাউড়া ও লাকসামে কাজ করছে। বাকি চারটি টিম কাজ করছে ঢাকা, ভৈরব বাজার, ময়মনসিংহ, জামালপুর, দেওয়ানগঞ্জ, তারাকান্দি, জয়দেবপুর, সিলেট ও মোহনগঞ্জে।

ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান এ বিষয়ে বলেন, ‘নতুন প্রক্রিয়া মানুষের মধ্যে সাড়া ফেলেছে। যাত্রীরা বুঝতে পেরেছেন টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করা যাবে না। মানুষের চাহিদা অনুযায়ী আমাদের লজিস্টিক সাপোর্ট বাড়াচ্ছি।

‘একইসঙ্গে আমাদের মনিটরও জোরদার করেছি। আমাদের চারটি টাস্কফোর্স টিম কাজ করছে। মানুষ যাতে সহজে রেজিস্ট্রেশন করে টিকিট কাটতে পারে তার জন্য ঢাকা ও বিমানবন্দর রেলস্টেশনে আমাদের জনবল বাড়ানো হয়েছে।’

এ বিভাগের আরো খবর