সারা দেশে টানা কয়েক দিন তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রাষ্ট্রীয় সংস্থাটির আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বৃহস্পতিবার দুপুরে নিউজবাংলাকে জানিয়েছেন, সাধারণত মার্চ এলে দেশে তাপমাত্রা বাড়তে থাকে। আগামী কয়েক দিন দেশে তাপমাত্রা বাড়তে পারে।
তাপমাত্রা বাড়লে গরমও বাড়তে পারে কি না, সে প্রশ্নের উত্তরে তিনি বলেন, সাধারণত তাপমাত্রা বাড়ার সঙ্গে গরম বাড়ে, তবে কুয়াশা কিংবা বৃষ্টিপাত তাপমাত্রা কমানোর ওপর প্রভাব রাখে। তা না হলে তাপমাত্রা বাড়ার সঙ্গে গরমও বাড়তে পারে।
২৪ ঘণ্টার পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে সিনপটিক অবস্থা নিয়ে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপাসগরে রয়েছে।
দিনভর আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে পূর্বাভাসে জানানো হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে জানানো হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা নিয়ে বলা হয়, সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার দেশের সর্বোচ্চ ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কুষ্টিয়ার কুমারখালীতে। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন ১৪.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।