রাজধানীর যাত্রাবাড়ীতে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় কাভার্ড ভ্যান উল্টে গিয়ে এক পথচারী যুবক মারা গেছেন।
গোলাপবাগ মোড়ে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৩০ বছর বয়সী মোহাম্মদ জাহিদ রংমিস্ত্রির কাজ করতেন। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর থানার পশ্চিম কৃষ্ণপুর গ্রামে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাকিম নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ঘটনাস্থলে যাওয়ার পরে ফায়ার সার্ভিসের একটি রেকার এসে কাভার্ড ভ্যানটি দাঁড় করানো হয় পরে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।’
এসআই মোস্তাকিম বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় শ্যামলী পরিবহন এবং কাভার্ড ভ্যান চালক দুইজন পলাতক। গাড়ি দুটি আমাদের হেফাজতে নেয়া হয়েছে।’