ভোলার আবাসিক হোটেল থেকে উদ্ধার হওয়া ভারতীয় নাগরিকের মরদেহ ময়নাতদন্ত শেষে তার সঙ্গে থাকা কিষান নামের অপর ভারতীয় নাগরিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
ময়নাতদন্ত শেষে বুধবার দুপুরের পর মনোজ ভাটের মরদেহ তার সঙ্গে থাকা কিষান নামের অপর ভারতীয় নাগরিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের পলি জেলার মোজত রোডের বাসিন্দা মনোজ ভাট, রায় কিশান, ভূষণ রাম, জয়পাল, নরেশ কুমার ও বাথ রাডি কুমারসহ ৬ জন ভোলা সদর উপজেলার জাহান হোটেলের ২টি কক্ষ ভাড়া নেয়। হোটেলের ২০৬ নম্বর কক্ষে সোমবার রাতে মনোজ ভাটসহ জয় ও ভূষণ ঘুমিয়েছিল। মঙ্গলবার সকালে ওই কক্ষে মনোজ ভাটের মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, সোমবার রাতে ঘুমানোর আগে মনোজ ভাট তার বুকে ব্যথার কথা তার সঙ্গীদের বলেছিল। পরে ঘুমিয়ে যায় সে। সকালে তার রুমে থাকা জয় ও ভূষণ মনোজকে ডাকাডাকি করলে তারা তাকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ এসে হোটেল থেকে মনোজ ভাটের মরদেহ উদ্ধার করে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, হোটেল থেকে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা অপর পাঁচ ভারতীয় নাগরিককে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মনোজ ভাটের মরদেহ তার সঙ্গীদের কাছে হস্তান্তর করা হয়েছে।