লক্ষ্মীপুরে বয়োবৃদ্ধ এক ভিখারিনির কোলে ৬ মাসের একটি ছেলে শিশুকে রেখে পালিয়ে গেছেন এক নারী। বুধবার বেলা ২টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর এলাকায় আধুনিক হাসপাতালের সামনে এ ঘটনা ঘটেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা আশপাশের লোকজনের সঙ্গেও কথা বলেন।
লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার মৃত আবদুর সোবহানের স্ত্রী সালমা বেগম ভিক্ষা করে বেড়ান। ৭০ বছর বয়সী এই ভিখারিনি জানান, বুধবার দুপুরের দিকে তিনি হাসপাতালের সামনে ভিক্ষা করছিলেন। হঠাৎ এক নারী এসে শিশুটিকে তার কোলে দিয়ে ‘একটু আসি’ বলে অন্যত্র চলে যান। কিন্তু দুই ঘণ্টা পরও ওই নারী আর ফিরে আসেননি। পরে বিষয়টি তিনি স্থানীয়দের জানিয়েছেন। তবে ওই নারীকে তিনি চেনেন না।
স্থানীয়রা জানায়, দীর্ঘ সময় ধরে বৃদ্ধা সালমা শিশুটিকে নিয়ে বসে ছিলেন। পরে শিশুটিকে রেখে তার মা পালিয়ে গেছে বলে আশপাশের লোকজনকে জানান তিনি। খবর পেয়ে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ ঘটনাস্থল এসে বৃদ্ধা সালমার সঙ্গে কথা বলেন। পরে তিনি বিষয়টি লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়িকে অবহিত করেন।
কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। নিষ্পাপ শিশুটিকে ভিক্ষুকের কোলে রেখে পালিয়ে গিয়ে ৩ ঘণ্টা পরও ফেরেননি ওই নারী। আশপাশের কেউই ওই নারীকে চেনেন না বলে জানিয়েছেন।’
লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবদুল ওয়াদুদ বলেন, ‘শিশুটিকে উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য হাসপাতালের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেছি। কিন্তু কেউ কোনো তথ্য দিতে পারেনি। বর্তমানে শিশুটি আমাদের হেফাজতে রয়েছে। শিশুটির স্বজনদের খুঁজে পেতে চেষ্টা চলছে।’