বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কানাডায় দুর্ঘটনা: দেশের পথে আরিয়ান, শাহরিয়ারের মরদেহ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১ মার্চ, ২০২৩ ০৯:৫১

বাংলাদেশ সময় বুধবার সকালে শওগাত আলী সাগর নিউজবাংলাকে জানান, আরিয়ান ও শাহরিয়ারের মরদেহ ২ মার্চ (বৃহস্পতিবার) ভোররাতে ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

কানাডার অন্টারিওতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ছাত্র আরিয়ান দীপ্ত ও শাহরিয়ার খানের মরদেহবাহী উড়োজাহাজ দেশের পথে রওনা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ১০টায় এ দুজনকে নিয়ে যাত্রা শুরু করে মধ্যপ্রাচ্যভিত্তিক একটি এয়ারলাইনস।

দুজনের মরদেহ দেশে পাঠানোর দায়িত্বে থাকা ইকো ফিউনারেল অ্যান্ড বারিয়াল সার্ভিসেসের অপারেশন ডিরেক্টর নাথান রোমাগনলির বরাত দিয়ে কানাডাভিত্তিক সংবাদমাধ্যম নতুন দেশ-এর প্রধান সম্পাদক ও প্রকাশক শওগাত আলী সাগর নিউজবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময় বুধবার সকালে শওগাত আলী সাগর জানান, আরিয়ান ও শাহরিয়ারের মরদেহ ২ মার্চ (বৃহস্পতিবার) ভোররাতে ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

এর আগে গত সোমবার একই দুর্ঘটনায় নিহত অ্যাঞ্জেলা শ্রেয়া বাড়ৈর মরদেহ দেশে আসে। পরে রাজধানীর মগবাজারের সেন্ট টমাস চার্চে প্রার্থনা শেষে তেজগাঁওয়ের হলি রোজারি চার্চে তার শেষকৃত্য হয়।

গত ১৩ ফেব্রুয়ারি রাতে অন্টারিওর ডান্ডাস স্ট্রিট সাউথবাউন্ড হাইওয়ে ৪২৭-এ সড়ক দুর্ঘটনার শিকার হয় বাংলাদেশি চার শিক্ষার্থীকে বহনকারী গাড়িটি। ওই গাড়িতে থাকা অ্যাঞ্জেলা বাড়ৈ, আরিয়ান দীপ্ত ও শাহরিয়ার খান নিহত হন।

গাড়ির চালক ও শিল্পী কুমার বিশ্বজিতের ছেলে কুমার নিবিড়কে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় টরন্টোর সেন্ট মাইকেল হাসপাতালে। অসুস্থ ছেলের পাশে থাকতে স্ত্রীকে নিয়ে কানাডায় আছেন কুমার বিশ্বজিৎ।

এ বিভাগের আরো খবর