মানিকগঞ্জের শিবালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে, এটি ডাকাতি নয় বরং চুরি।
উপজেলার শিবালয় সদর ইউনিয়নের আড়পাড়া এলাকার মো.কাউসার মোল্লার বাড়িতে সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
মো.কাউসার মোল্লা শিবালয় ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি স্থানীয় বাজারে সার,ডিস-ইন্টারনেট ব্যবসা ছাড়াও ঠিকাদারি ব্যবসা করেন।
তার স্বজনরা জানান, ডাকাতরা বাড়ি থেকে ১২ ভরি স্বর্ণালঙ্কার, এক হাজার সৌদি রিয়াল ও ১২ লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, সোমবার মধ্যরাতে একটি ডাকাত দল সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাউসার মোল্লার বাড়িতে হানা দেয় এবং বাড়ির লোহার গেটের তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে যায়। শারীরিক অসুস্থতার কারণে কাউসার মোল্লার হাসপাতালে ছিলেন। ঘরের ভেতরে কাউসার মোল্লার ছেলে সুমন আহমেদ ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ, লাখ লাখ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।
নেতার ছেলে সুমন আহমেদ বলেন, ‘গেটের তালা ভেঙে ৫ জন ডাকাত ঘরের ভেতরে প্রবেশ করে এবং ধারালো অস্ত্র দিয়ে হত্যার হুমকি দিয়ে আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও টাকা লুট করে নিয়ে যায়। এরপর রাত ২টার দিকে ডাকাতির বিষয়টি পুলিশকে জানানো হয়। সব মিলিয়ে ডাকাতরা প্রায় ৫০ লাখ টাকার মতো মালামাল লুট করে নিয়ে গেছে।’
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো.ফরিদ আহমেদ জানান, কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। কাউসার মোল্লার বাড়ি ফাঁকা থাকায় চোরেরা তালা ভেঙে কিছু মালামাল নিয়ে গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।