বরিশালে ট্র্রাকে কাটা গাছ ওঠানোর সময় রশি ছিঁড়ে গাছের গুঁড়ির আঘাতে দুইজন নিহত হয়েছেন।
বরিশাল জেলার গৌরনদী-গোপালগঞ্জ সড়কের গৌরনদীর শাওড়া এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পৌরসভার দক্ষিণ বিজয়পুর মহল্লার বাসিন্দা ৫০ বছর বয়সী হারুন খান এবং নরসিংহলপট্টি গ্রামের বাসিন্দা ৩৫ বছর বয়সী শহিদ হাওলাদার।
স্থানীয়দের বরাত দিয়ে চাঁদশী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এসএম রাসেল মাহমুদ জানান, গাছ কাটার ৮ থেকে ৯ জন শ্রমিক শাওড়া এলাকায় কাটা গাছের গুঁড়ি বেঁধে ট্রাকে ওঠাচ্ছিলেন। এ সময় আকস্মিকভাবে রশি ছিঁড়ে গাছের গুঁড়ির আঘাতে ঘটনাস্থলেই হারুন নিহত হন।
তিনি আরও জানান, অপরদিকে গুরুত্বর আহত অবস্থায় তিনজনকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে রাত আটটার দিকে গুরুতর আহত শহিদ হাওলাদারের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত আরও দুইজন শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।