বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কেমিক্যাল গুদামের আগুন নিয়ন্ত্রণে রিমোট কন্ট্রোল রোবট

  • প্রতিনিধি, নারায়ণগঞ্জ   
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:৪০

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এইচপি কেমিক্যাল কারখানার ভেতর থেকে বিকট শব্দ হওয়ার পর মুহূর্তের মধ্যে আগুনের ভয়াবহতা বেড়ে যায়। এসময় শ্রমিক ও কর্মচারীরা দ্রুত বেরিয়ে পড়েন।

নারায়ণগঞ্জের আড়াইহাজারের দুপতারা এলাকার এইচপি কেমিক্যাল কারখানায় লাগা ভয়াবহ আগুন প্রায় চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। দুপুর পৌনে ২টার দিকে লাগা এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে ছিল রিমোট কন্ট্রোল রোবটও।

মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) তাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, ক্যামিকেল কারখানা থেকে মাত্র ৩০ থেকে ৪০ গজ দূরে ছিল গুদাম। সেখানে কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিটের পাশাপাশি রিমোট কন্ট্রোল রোবট দিয়ে এ আগুন নেভানো হয়েছে। আগুন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আর আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত করে বলা হবে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এইচপি কেমিক্যাল কারখানার ভেতর থেকে বিকট শব্দ হওয়ার পর মুহূর্তের মধ্যে আগুনের ভয়াবহতা বেড়ে যায়। এসময় শ্রমিক ও কর্মচারীরা দ্রুত বেরিয়ে পড়েন।

কারখানার প্রসেস অফিসার মোহাম্মদ মোতাছিম জানান, ইড্রোজেন পার অক্সাইড তৈরির কারখানাটিতে প্রায় ৯৫ জন শ্রমিক কর্মকর্তা ও কর্মচারী ছিলেন। আগুনে পুরো কারখানা ও গুদাম পুড়ে গেছে।

এর আগে দুপুর একই সময় রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকার নান্নু স্পিনিং মিলে আগুন লাগে। এসময় আতঙ্কে শ্রমিকরা ছোটাছুটি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় আগুন নেভানো হয়।

এ বিভাগের আরো খবর