বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নারায়ণগঞ্জে কেমিক্যালের গুদামের আগুন নিয়ন্ত্রণে

  • প্রতিনিধি, নারায়ণগঞ্জ   
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১৬:০১

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ-পরিচালক ফখরু উদ্দিন জানান, ১১টি ইউনিট কেমিক্যাল গুদামের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে আগুন ভয়াবহ। আরও কয়েকটি ইউনিট ঢাকা থেকে রওনা হয়েছে।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি কেমিক্যাল কারখানার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের তিন ঘণ্টার বেশি সময়ের প্রচেষ্টার পর মঙ্গলবার ৫টা ২০ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিন দুপুর পৌনে ২টার দিকে উপজেলার উপজেলার দুপতারার এইচপি কেমিক্যাল কারখানার গুদামে আগুন লাগে।

এদিকে প্রায় কাছাকাছি সময় জেলার রূপগঞ্জ উপজেলার নান্নু স্পিনিং মিলেও আগুন লাগে। ওই মিল ও কেমিক্যাল গুদাম পাশাপাশি অবস্থিত; মিল থেকে কারখানায় হেঁটে যেতে তিন মিনিটের মতো সময় লাগে বলে জানান স্থানীয়রা।

কেমিক্যাল কারখানার শ্রমিকরা জানান, পৌনে ২টার দিকে হঠাৎ বিস্ফোরণ হয়ে গুদামে আগুন লাগে। এরপর দ্রুত তা ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে বেলা ৩টার দিকে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে জ্বলছে কেমিক্যালের গুদাম।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ-পরিচালক ফখরু উদ্দিন জানান, ১১টি ইউনিট কেমিক্যাল গুদামের আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিভাগের আরো খবর