নারায়ণগঞ্জের রূপগঞ্জে লাগা স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে কেমিক্যাল গুদামে এখনও আগুন জ্বলছে।
মঙ্গলবার দুপুর ১টা ৭ মিনিটে উপজেলার ভুলতা-গাউছিয়া এলাকার এ আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে করেন ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের কর্মীরা।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগে নান্নু স্পিনিং মিল (সুতার কারখানা) ও এইচপি কেমিক্যাল গুদামে। পাশাপাশি অবস্থান এই মিল ও গুদামের।
কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন নিউজবাংলাকে বলেন, প্রথমে পাঁচটি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ শুরু করে। পরে আরও ইউনিট ঘটনাস্থলে যায়।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ-পরিচালক ফখরু উদ্দিন জানান, নান্নু স্পিনিং মিলের পাশেই ওই কেমিক্যাল গুদাম। খবর পেয়ে ঢাকা-নারায়ণগঞ্জ ও নরসিংদীর ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি জানান, নান্নু স্পিনিং মিলে ৯টি ও এইচপি গুদামে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। বেলা সাড়ে ৩টার দিকে স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে।