প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিশোরগঞ্জের মিঠামইনে পৌঁছেছেন।
মঙ্গলবার সকাল ১১টার দিকে একটি হেলিকপ্টারে মিঠামইন উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাসে পৌঁছান তিনি।
সেখানে পৌঁছার পর মিঠামইন সদরে ঘোড়াউত্রা নদীর তীরে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
দুপুর ১২টা পর্যন্ত সেনানিবাসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন তিনি। পরে মিঠামইনের কামালপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে যাবেন প্রধানমন্ত্রী।
সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পৈত্রিক বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা।
কিছুক্ষণ বিশ্রাম শেষে দুপুর ৩টায় মিঠামইন হেলিপ্যাড মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সমাবেশ শেষে বিকেল ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে মিঠামইন ছেড়ে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবদুল হকের সভাপতিত্বে ও মিঠামইন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণবের সঞ্চালনায় সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং রাষ্ট্রপতির ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক বক্তব্য দেবেন।