নতুন করে আরও ৪৪টি দেশের নাগরিকত্বপ্রাপ্ত বাংলাদেশিদের জন্য দ্বৈত নাগরিকত্বের সুযোগ দিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে বিভিন্ন দেশের নাগরিকত্বপ্রাপ্ত বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্ব সুবিধা দেয়ার বিষয়ে এসআরও জারির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘এতদিন ইউরোপের সব দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াসহ ৫৭টি দেশের নাগরিকত্বপ্রাপ্ত বাংলাদেশিরা দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করতে পারতেন।
‘বিশ্বের অন্যান্য দেশে বসবাসকারী নাগরিকত্বপ্রাপ্ত বাংলাদেশিরা তাদের নাগরিকত্ব বহাল রাখতে চান। এ জন্য আরও ৪৪টি দেশে বসবাসকারী নাগরিকত্বপ্রাপ্ত বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্ব নেয়ার বিষয়টি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ফলে এখন সর্বমোট ১০১টি দেশে বসবাসকারী বাংলাদেশিরা দ্বৈত নাগরিকত্ব নিতে পারবেন।
নতুন করে যেসব দেশের নাগরিকত্বপ্রাপ্ত বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্বের সুবিধা দেয়া হয়েছে সেগুলো হলো- আফ্রিকা মহাদেশের মিসর, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, আলজেরিয়া, সুদান, মরক্কো, ঘানা, রুয়ান্ডা, বুরুন্ডি, তিউনিশিয়া, সিয়েরালিয়ন, লিবিয়া, কঙ্গো, লাইবেরিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ইরিত্রিয়া, গাম্বিয়া, বতসোনায়া ও মরিশাস।
দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলো হলো- ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ভেনিজুয়েলা, সুরিনাম, আর্জেন্টিনা, পেরু, ইকেুয়েডর, চিলি, উরগুয়ে ও গ্যায়ানা।
আর ক্যারিবিয়ান অঞ্চলের দেশগুলো হলো- কিউবা, ডমিনিকান প্রজাতন্ত্র, হাইতি, বাহামা, জ্যামাইকা, ত্রিনিদাদ ও টোবাগো, ডমিনিকা, সেন্ট লুসিয়া, বার্বাডোস, সেন্ট ভিনসেন্ট, গ্রেনাডাইন, গ্রেনাডা, সেন্ট কিউস ও নেভিস।
এছাড়া ওশেনিয়া অঞ্চলের দেশ ফিজির নাগরিকত্বপ্রাপ্ত বাংলাদেশিরাও দ্বৈত নাগরিকত্বের সুবিধা পাবেন।