বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ট্রেনের ধাক্কায় নিহত একজন, ট্রাকের ধাক্কায় আরেকজন

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:১৫

রোববার গভীর রাত ও সোমবার সকালে তেজগাঁ এবং সবুজবাগে এই দুই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে।

রাজধানীতে ট্রেনের ধাক্কায় একজন ও ট্রাকের ধাক্কায় আরেকজন নিহত হয়েছেন।

রোববার গভীর রাত ও সোমবার সকালে তেজগাঁ এবং সবুজবাগে এই দুই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, রাত ২ টার দিকে তেজগাঁও রেলগেট এলাকার পথচারীরা গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত ২২ বছর বয়সী যুবককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় সকালের দিকে তিনি মারা যান।

তিনি জানান, তার নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানায় জানানো হয়েছে।

সবুজবাগে ট্রাকের ধাক্কায় সোমবার সকালে ট্রাকের ধাক্কায় নিহত মোটরসাইকেল চালকের নাম সোহরাব হোসেন। তার বয়স ৪৫ বছর।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক বলেন, আমরা খবর পেয়ে সকাল সাতটার দিকে সবুজবাগ থানাধীন মানিকদিয়া এলাকায় যাই। সেখানে এলাকার লোকজনদের সঙ্গে কথা বলে জানতে পারি, ওই ব্যক্তি মোটরবাইক চালিয়ে যাওয়ার পথে একটি পাথরবোঝাই ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয়।

তিনি বলেন, উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি পাথর এবং বালু ব্যবসায়ী ছিলেন। তার বাবার নাম শামসুদ্দিন। তার বর্তমান ঠিকানা সিমরাইল সবুজ বাগ এলাকায়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, দুর্ঘটনা ঘটিয়ে চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়। আমরা এলাকার সিসি ক্যামেরর ফুটেজ দেখে ট্রাকটি চিহ্নিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ময়নাতদন্তের জন্য মরদহে মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের আরো খবর