ময়মনসিংহের নান্দাইলে সাবেক এক ইউপি সদস্যকে (মেম্বার) কুপিয়ে হত্যার পর মাটিচাপা দেয়ার ঘটনার মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে র্যাব।
ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার সন্ধ্যায় এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার খারুয়া ইউনিয়নের বেলতৈল গ্রামের ৭০ বছর বয়সী আব্দুল সাত্তার ও তার ১৯ বছর বয়সী ছেলে আব্দুল মমিন।
ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ‘বেলতৈল গ্রামের সাবেক ইউপি সদস্য আবু সাঈদ ও একই গ্রামের আব্দুল সাত্তারের মধ্যে দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। গত ২২ ফেব্রুয়ারি বিকেলে আবু সাঈদ বনগ্রাম চৌরাস্তা বাজারে ওষুধ কিনতে যান। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি।
‘ওইদিন রাত ৯টার দিকে তার স্বজনরা প্রতিবেশী আব্দুল সাত্তারের পান বরজের পাশ দিয়ে খোঁজাখুঁজি করছিলেন। এ সময় বরজের ভেতরে কোমর পর্যন্ত পুঁতে রাখা অবস্থায় আবু সাঈদের মরদেহ দেখতে পেয়ে পুলিশ খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।’
তিনি বলেন, ‘এ ঘটনায় নিহতের ছেলে নান্দাইল মডেল থানায় হত্যা মামলা করেন। এরপরে তদন্তের মাধ্যমে আসামিদের গ্রেপ্তার করতে চেষ্টা চালানো হয়। এরই প্রেক্ষিতে রোববার ভোররাতে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এলাকা থেকে আব্দুস সাত্তার ও তার ছেলে আব্দুল মমিনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’