বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ আবারও একজন আটক

  • প্রতিনিধি, বাগেরহাট   
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০৯:২০

আনসার ব্যাটালিয়ন-৩ এর অধিনায়ক চন্দন দেবনাথ জানান, রাষ্ট্রীয় সম্পদ চুরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া তামার তারসহ একজনকে আটক করেছে আনসার ব্যাটালিয়ন-৩ এর সদস্যরা।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মেইন গেট থেকে রোববার বিকেলে সাত কেজির অধিক আর্থিং কপার ক্যাবলসহ চোরকে আটক করা হয়।

আটক ৪০ বছর বয়সী মো. মনিরুল ইসলাম কুষ্টিয়া জেলা সদরের সস্থিপুর গ্রামের বাসিন্দা। তিনি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক।

আনসার ব্যাটালিয়ন-৩ এর অধিনায়ক চন্দন দেবনাথ এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনসার ব্যাটালিয়ন-৩ অধীনস্ত রামপাল ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার বিকেল ৫টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের মেইন গেটে অবস্থান নিয়ে সন্দেহভাজন শ্রমিক মনিরুলকে তল্লাশি করে। তল্লাশির শেষে তার শরীরের সঙ্গে লুকিয়ে রাখা সাত কেজির অধিক আর্থিং কপার ক্যাবল উদ্ধার করা হয় এবং চোর চক্রের সদস্য মনিরুলকে আটক করা হয়।

ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ আরও জানান, রাষ্ট্রীয় সম্পদ চুরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক উদ্ধারকৃত মালামালসহ চোরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গত বছরের মে মাস থেকে আজ পর্যন্ত ৫৩টির অধিক অভিযানে বিপুল পরিমাণ চোরাই মালামালসহ ৪১ জন চোরাকারবারিকে আটক করে পুলিশে কাছে হস্তান্তর করেছে আনসার ব্যাটালিয়ন-৩ এর সদস্যরা।

এ বিভাগের আরো খবর