চট্টগ্রামে নারী সহকর্মীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে করা মামলায় এক পুলিশ কনস্টেবলের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন।
রুবেল মিয়া কর্ণফুলী থানার শিকলবাহা পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) কামরুল ইসলাম নিউজবাংলাকে এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ড চেয়েছিলেন।’
আদালত সূত্রে জানা যায়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কাম-কম্পিউটার শাখায় কর্মরত ভুক্তভুগী ওই নারী। পুলিশে চাকরির সুবাদে দুজনের পরিচয় থেকে বিবাহবহির্ভূত সম্পর্ক তৈরি হয়। এর জেরে রুবেল কৌশলে ওই নারী পুলিশ সদস্যকে নগরীর চান্দগাঁও থানা এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ ও গোপনে ধর্ষণের ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ভুক্তভুগী নারী পুলিশ সদস্যকে ব্ল্যাকমেইল করেন।
এতে তিনি রুবেল মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার পর ১৮ ফেব্রুয়ারি ওই কন্সটেবলকে গ্রেপ্তার করে চাঁদগাঁও থানা পুলিশ।