গাজীপুরের শ্রীপুরে পুলিশ পরিচয়ে সিলেট রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) এম এ জলিলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
উপজেলার মাওনা বেলতলী শনিবার মধ্যরাতে এলাকায় এ ঘটনা ঘটে।
অতিরিক্ত ডিআইজি এম এ জলিলের বাবা আব্দুল বাতেন জানান, তিনি ও তার স্ত্রী ওই বাড়িতে বসবাস করেন। শনিবার মধ্যরাতে ১৪/১৫ জনের একদল ডাকাত কালো পোশাক পরে তাদের বাড়িতে হানা দেয়। একপর্যায়ে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ঘরের দরজা খুলতে বলে ডাকাত সদস্যরা। দরজা খোলার সঙ্গে সঙ্গে দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ঘরে থাকা প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ১৮ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে শ্রীপুর থানা পুলিশ।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুজ্জামান বলেন, থানা থেকে ডাকাতি হওয়া বাড়িটির দূরত্ব বেশি। কাঁচা রাস্তা হওয়ায় পায়ে হেঁটে যাওয়াও কষ্টসাধ্য। খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছি। লুট হওয়া মালামালসহ ডাকাত দলকে দ্রুত গ্রেপ্তারে অভিযান চলছে।