পূর্ব শক্রতা ও জমি নিয়ে বিরোধের জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
উপজেলার খাসপাড়া এলাকায় রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মো. আসলাম (৪৮) ও মো. রনি (৩৫)। আহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৪০)।
পুলিশের ভাষ্য, দুপুরে বাড়ির পাশের ড্রেনের পাইপ লাগানো নিয়ে নিহতদের সঙ্গে তাদের চাচাতো ভাই মফিজুল ও মোস্তাফার মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই সময় হতাহতদের কুপিয়ে গুরুতর আহত করেন মফিজুল ও মোস্তাফাসহ তাদের পরিবারের লোকজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।