রাজধানীর উত্তর বাড্ডার সাঁতারকুল এলাকার একটি বাসা থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সাঁতারকুল পূর্ব বড়দিয়া মসজিদের পাশের একটি বাসায় শনিবার বিকেলে এ ঘটনাটি ঘটে।
১৪ বছর বয়সী মো. জোবায়ের হোসেনের বাসা উত্তর বাড্ডা ছাতারকুল পূর্ব বড়দিয়া মসজিদের পাশে।
জোবায়ের হোসেনের মায়ের বরাত দিয়ে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল উদ্দিন জানান, জোবায়ের সারাদিন বাসায় থাকত, কোনো কাজ করত না। এ নিয়ে তার মা বকাঝকা করেন। তাই মায়ের ওপর অভিমান করে হয়ত সে এমন ঘটনা ঘটিয়েছে।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় কিশোরকে উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এসআই জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।