আগামী কয়েক দিন দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে, এক সপ্তাহের মধ্যেই বিদায় নিতে পারে শীত।
রাষ্ট্রীয় সংস্থাটির আবহাওয়াবিদ ওমর ফারুক রোববার বেলা সাড়ে ১১টার পর নিউজবাংলাকে জানান, দেশে সাধারণত ফেব্রুয়ারি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শীতের বিদায় ধরে নেয়া হয়। এর পরও কয়েক দিন শীতের অনুভূতি থাকতে পারে।
তিনি আরও জানান, ২ মার্চ পর্যন্ত তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। ৩ কিংবা ৪ মার্চ থেকে তাপমাত্রা টানা কয়েক দিন বাড়তে পারে।
২৪ ঘণ্টার পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তরের রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে সিনপটিক অবস্থা নিয়ে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।
দিনভর আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে পূর্বাভাসে জানানো হয়, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা নিয়ে বলা হয়, উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার দেশের সর্বোচ্চ ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল চট্টগ্রামের সন্দ্বীপ ও যশোরে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।