বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কানাডায় দুর্ঘটনা: দেশের পথে অ্যাঞ্জেলার মরদেহ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০৯:০৩

সড়কে প্রাণ হারানো অ্যাঞ্জেলার মরদেহবাহী কফিন মধ্যপ্রাচ্যভিত্তিক একটি এয়ারলাইনসে দেশে আনা হচ্ছে বলে নিউজবাংলাকে জানান কানাডাভিত্তিক সংবাদমাধ্যম নতুন দেশ-এর প্রধান সম্পাদক ও প্রকাশক শওগাত আলী সাগর।

কানাডার অন্টারিওতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ছাত্রী অ্যাঞ্জেলা শ্রেয়া বাড়ৈর মরদেহবাহী উড়োজাহাজ বাংলাদেশের পথে রওনা হয়েছে।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে কানাডাভিত্তিক সংবাদমাধ্যম নতুন দেশ-এর প্রধান সম্পাদক ও প্রকাশক শওগাত আলী সাগর বাংলাদেশ সময় রোববার সকালে নিউজবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

গত ১৩ ফেব্রুয়ারি রাতে অন্টারিওর ডান্ডাস স্ট্রিট সাউথবাউন্ড হাইওয়ে ৪২৭-এ সড়ক দুর্ঘটনার শিকার হয় অ্যাঞ্জেলাকে বহনকারী গাড়িটি। ওই গাড়িতে থাকা আরও দুই বাংলাদেশি ছাত্র শাহরিয়ার খান ও আরিয়ান দীপ্ত নিহত হন।

গাড়ির চালক ও শিল্পী কুমার বিশ্বজিতের ছেলে কুমার নিবিড়কে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় টরন্টোর সেন্ট মাইকেল হাসপাতালে। অসুস্থ ছেলের পাশে থাকতে স্ত্রীকে নিয়ে কানাডায় আছেন কুমার বিশ্বজিৎ।

সড়কে প্রাণ হারানো অ্যাঞ্জেলার মরদেহবাহী কফিন মধ্যপ্রাচ্যভিত্তিক একটি এয়ারলাইনসে দেশে আনা হচ্ছে বলে জানান নতুন দেশের প্রধান সম্পাদক।

তিনি বলেন, ‘অ্যাঞ্জেলার লাশ টরন্টো সময় শুক্রবার রাত ১০টায় মধ্যপ্রাচ্যভিত্তিক একটি এয়ারলাইনসে টরন্টো থেকে গেছে। বাংলাদেশ সময় সোমবার ভোররাতে ঢাকা বিমানবন্দরে পৌঁছুবে।’

কানাডায় পড়তে গিয়ে নিহত এ শিক্ষার্থীর বাবা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মেয়ের মরদেহ গ্রহণ করবেন বলে জানান শওগাত আলী সাগর। তার ভাষ্য, ‘তার (অ্যাঞ্জেলা) বাবা এবং ছোট ভাই ভিন্ন একটি ফ্লাইটে দুপুরে গেছেন (কানাডা সময় শুক্রবার দুপুরে দেশটি থেকে বাংলাদেশের পথে রওনা হন)। বাবা ঢাকায় বিমানবন্দরে মেয়ের লাশ গ্রহণ করবেন।’

এ সাংবাদিক জানান, কানাডা থেকে বাংলাদেশগামী উড়োজাহাজটি ইস্তাম্বুলে ৩০ ঘণ্টা যাত্রাবিরতি নেবে। এ কারণে অ্যাঞ্জেলার মরদেহ দেশে পৌঁছাতে সোমবার হয়ে যাবে।

অ্যাঞ্জেলার সঙ্গে দুর্ঘটনায় নিহত বাকি দুজনের বিষয়ে কিছু আনুষ্ঠানিকতা বাকি থাকায় মরদেহ দেশে আনতে খানিকটা সময় লাগবে বলে জানান তিনি।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে সাগর আরও বলেন, বিমানবন্দরে মেয়ের সঙ্গে একান্তে থাকতে দেয়ার অনুরোধ করেছেন অ্যাঞ্জেলার বাবা। এ সময়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন তিনি।

এ বিভাগের আরো খবর