বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাড়ে ১৮ লাখে বিক্রি হলো দুইটি ভোল মাছ

  • প্রতিনিধি, বাগেরহাট   
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ২৩:১১

মোংলা মৎস্য অবতরণ কেন্দ্রে ও মৎস্য সমবায় সমিতি সভাপতি মো. আফজাল ফরাজী বলেন, এ মাছ দুটির প্রতি কেজি মাছের মূল্য পড়েছে ২৯ হাজার ১শ’ ৩৩ টাকা। শুধু মাত্র এ মাছের মধ্যে বিশেষ ধরনের ফুলকা রয়েছে, যার প্রতি কেজির মূল্য কয়েক লাখ টাকা।

সুন্দরবনের দুবলার চরে ফারুক হোসেন নামে এক জেলের জালে ধরা পড়া দুটি ভোল মাছ বিক্রি হয়েছে সাড়ে ১৮ লাখ টাকায়। মাছবুলো কিনেছেন বাগেরহাটের মোংলার মাছ ব্যবসায়ী আল আমিন।

এগুলো প্রক্রিয়াজাত করে ভালো দামে বিক্রির জন্য শনিবার তিনি চট্টগ্রামে পাঠিয়েছেন।

মোংলার মাছ বাজারের আড়ৎদার মেসার্স জয়মনি ফিশের মালিক আল-আমিন জানান, বঙ্গোপসাগর পাড়ের পূর্ব সুন্দরবন বিভাগের দুবলার চরের জেলে ফারুক হোসেনের জালে বৃহস্পতিবার রাতে ধরা পড়ে বড় বড় দুইটি দাঁতিনা ভোল মাছ। এর মধ্যে বড়টির ওজন সাড়ে ৩৬ কেজি আর ছোটটির ওজন ২৭ কেজি। মাছ দুইটি শুক্রবার সকালে দুবলার চরের আড়তে নিলামে বিক্রির জন্য ওঠানো হয়। ওই নিলামে বিভিন্ন এলাকার অন্তত ২৫ জন মাছ ব্যবসায়ী অংশ নেন।

আল-আমিন বলেন, ‘নিলাম ডাকে সর্বোচ্চ দামে মাছ দুটি আমি কিনে নিই। বড়টি ১১ লাখ ও ছোটটি সাড়ে ৭ লাখ টাকা দাম পড়েছে। এরপর মাছ দুটি চর থেকে আমার মোংলার আড়তে নিয়ে আসি। শনিবার সকালে মাছ দুটি আড়তে আনার পর প্রচুর লোকের ভিড় জমে এ মাছ দেখার জন্য। বরফ ও পলিথিনে মুড়িয়ে শনিবার বিকেলে মাছ দুইটি ভালো দামে বিক্রির জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।’

মোংলা মৎস্য অবতরণ কেন্দ্রে ও মৎস্য সমবায় সমিতি সভাপতি মো. আফজাল ফরাজী বলেন, এ মাছ দুটির প্রতি কেজি মাছের মূল্য পড়েছে ২৯ হাজার ১শ’ ৩৩ টাকা। শুধু মাত্র এ মাছের মধ্যে বিশেষ ধরনের ফুলকা রয়েছে, যার প্রতি কেজির মূল্য কয়েক লাখ টাকা।

ভোল মাছের কয়েকটি অংশ ওষুধি কাজে ব্যবহৃত হয়ে থাকে বলে দামও অনেক বেশি বলে জানান স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা।

এ বিভাগের আরো খবর