বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাউথ আফ্রিকায় সড়ক দুর্ঘটনা: মরদেহ রাষ্ট্রীয় খরচে আনার দাবি

  • প্রতিনিধি, ফেনী   
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ২২:৫৭

সড়ক দুর্ঘটনায় নিহত রাজু আহমেদের পিতা আবদুল মান্নান বলেন, আমি ক্যানসার আক্রাক্ত। আমি আমার ছেলেকে বলেছিলাম, মরে গেলে দেশে এসে লাশ দাফন করতে। এখন আমি আমি তার মরদেহের জন্য অপেক্ষা করছি।

সাউথ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে তাদের পরিবার।

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের বাফুটু ওয়েস্ট এলাকার লোকানকা নামক স্থানে শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত আরও দুজন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রায় ১৬ বছর আগে পরিবার নিয়ে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পাড়ি জমান ফেনীর সোনাগাজীর আবুল হোসেন। সেখানেই জন্ম হয় ছেলে নাদিম হোসেনের। ১৩ বছরের সন্তানকে নিয়ে দেশে ফিরতে শুক্রবার প্রাইভেট কারে করে কেপটাউনের বিমানবন্দরে যাচ্ছিলেন তিনি। ফ্লাইটে ওঠার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আবুল ও নাদিম। সেই সঙ্গে প্রাণ হারান তাদেরকে বিদায় জানাতে আসা আরও তিনজন।

দুর্ঘটনায় আবুল ও তার ছেলে নাদিম ছাড়াও নিহতরা হলেন-ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলি গ্রামের ইসমাইল হোসেন (৩০), দাগনভুঞাঁ উপজেলার দক্ষিণ জয়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুরের রাজু আহমেদ (৩৪), একই উপজেলার মাতুভুঞাঁ ইউনিয়নের মোমারিজপুর গ্রামের মো. মোস্তফা কামাল (৪০)।

আবুল হোসেনের বাবা জামাল উদ্দিন বলেন, আমার তিন মেয়ে, এক ছেলে। এখন থেকে আমার ঘর দেখবে কে? আমি আমার ছেলের লাশ দ্রুত চাই।

দুর্ঘটনায় নিহত ইসমাইল হোসেনের বাবা শরীয়ত উল্লাহ বলেন, আমার ছেলে ১১ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় থাকে। দুই মাস পর দেশে ফিরলে তার বিয়ে করার কথা ছিল।

সড়ক দুর্ঘটনায় নিহত রাজু আহমেদের পিতা আবদুল মান্নান বলেন, আমি ক্যানসার আক্রান্ত। আমি আমার ছেলেকে বলেছিলাম, মরে গেলে দেশে এসে লাশ দাফন করতে। এখন আমি আমি তার মরদেহের জন্য অপেক্ষা করছি।

নিহত রাজুর ভাই সাজু আহমেদ বলেন, আমার ভাইয়ের সাত বছর বয়সী শিশু ও ১৬ মাস বয়সী দুই সন্তান রয়েছে। আমাদের দেশ শুধু রিজার্ভ বাড়াতে চায় রেমিট্যান্স থেকে। তবে রেমিট্যান্স যোদ্ধারা মরে গেলে সেই সম্মান পান না।

এ বিভাগের আরো খবর