ময়মনসিংহে সাদ্দাম হোসেন নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সদর উপজেলার বাঘেরকান্দা গ্রামের মেহগনি বাগান থেকে শনিবার বিকেল তিনটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত সাদ্দাম হোসেন একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের ছেলে। তিনি সুনামগঞ্জ জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
পুলিশের ভাষ্য, শুক্রবার রাত ১০টার দিকে সাদ্দাম হোসেন রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন। শনিবার বিকেল তিনটার দিকে সাহানা বেগম নামে এক নারী মেহগনি বাগানে পাতা কুড়াতে গেলে তার মরদেহ দেখতে পান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন বলেন, সাদ্দাম হোসেন মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।