রাজধানীর ধানমন্ডি লেক থেকে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ১৫ নম্বরে লেক থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।
উদ্ধারের পর ২৫ বছর বয়সী মো. শাহিন আলম পাটোয়ারীর মরদেহ আইনি প্রক্রিয়া শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালর মর্গে পাঠানো হয়।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিদী হাসান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ধানমন্ডি ১৫ নম্বরে লেক থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করি। পরে মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি শাহিন আলম জুয়ারি ছিলেন। নেশা করতেন। তিনি পানিতে ডুবে মারা গেছেন, নাকি আত্মহত্যা করেছেন বিষয়টি জানার চেষ্টা করছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
শাহিন আলম ভোলার বোরহানউদ্দিন উপজেলার সিরাজ পাটোয়ারীর ছেলে। তিনি মোহাম্মদপুর কাটাশুর ৩ নম্বর গলির ভূঁইয়া সাহেবের বাড়িতে ভাড়া থাকতেন। পেশায় ছিলেন গাড়ি চালক।