উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল উখিয়ার ১৭ নম্বর ক্যাম্প মসজিদের ইমাম শামসুল আলম। ১৭ ঘণ্টার বেশি সময় পর তার মরদেহ মিলেছে ক্যাম্প-২০-এর একটি পাহাড়ি এলাকায়।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে এক মসজিদের ইমামের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল উখিয়ার ১৭ নম্বর ক্যাম্পের মসজিদের ইমাম শামসুল আলম। ১৭ ঘণ্টার বেশি সময় পর তার মরদেহ মিলেছে ক্যাম্প-২০-এর একটি পাহাড়ি এলাকায়।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।