রাঙামাটি কোতয়ালি থানার ওসি জানান, শনিবার সকালে স্থানীয়রা জেলা শহরের বনরূপা এলাকায় রেয়াজুল হক রাব্বি নামের ওই যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রাঙামাটি শহর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শহরের বনরূপা এলাকার রাস্তা থেকে শনিবার সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়।
২৮ বছর বয়সী রেয়াজুল হক রাব্বি শহরে বিএম শপিং কমপ্লেক্সের প্রগতি সু স্টোরের স্বত্তাধিকারী মো. মোজাম্মেলের ছোট ছেলে।
রাঙামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত (ওসি) আরিফুল আমিন নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, শনিবার সকালে স্থানীয়রা জেলা শহরের বনরূপা এলাকায় রেয়াজুল হক রাব্বি নামের ওই যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি আরিফুল বলেন, ‘মরদেহটি থানায় নিয়ে আসা হয়েছে। আমরা পরবর্তী আইনি ব্যবস্থা নিচ্ছি।’