নওগাঁর মহাদেবপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় উৎপাদন ও বিপণন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে পাঁচজন গুড় ব্যবসায়ীকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় ১৫১ মণ ভেজাল গুড় ধ্বংস এবং ১৮ হাজার ৬৫০ লিটার দূষিত চিনির শিরা, তিন হাজার ১৬০ লিটার মিষ্টির ময়লা শিরা, দুই হাজার ৫৫০ কেজি হাইড্রোজেন, সাড়ে ৪ কেজি কেমিক্যাল রং, ৪ কেজি স্যাকারিন, ৫০০ গ্রাম ফিটকিরি ও ৫ কেজি চুন জব্দ করা হয়েছে।
র্যাব-৫, সিপিসি-৩ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শুক্রবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত মহাদবেপুর উপজেলার দোহালি গ্রামে জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা এবং মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অভিযান পরিচালনা করেন।
এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক দোহালী এলাকার কালাম গুড় কারখানার মালিক আল মামুন সরদারকে ৩০ হাজার টাকা, হাজড়া গুড় ঘরের মালিক শ্রী অনুকূল চন্দ্র হাজড়াকে ৫ হাজার টাকা, রতন গুড় ঘরের মালিক শ্রী রতন চন্দ্র মন্ডলকে ৩ হাজার টাকা, গৌতম গুড় ঘরের মালিক গৌতম কুমার হাজড়াকে ৩ হাজার টাকা ও আল আমিন গুড় ঘরের মালিক আলামিন মন্ডলকে ৩ হাজার টাকাসহ মোট ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভেজাল গুড় সমূহ ধ্বংস করেন। উক্ত ৫টি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় উৎপাদন ও বিক্রি করত বলে জনসম্মুখে স্বীকার করেন বলেও জানায় র্যাব।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বলেন, ১৫১ মণ গুড় ধ্বংস করা হয়েছে এবং দূষিত চিনির শিরা, মিষ্টির ময়লা, হাইড্রোজেন, কেমিক্যাল রং, স্যাকারিন, ফিটকিরি ও চুন বাজেয়াপ্ত করে জব্দ করা হয়েছে। একই সঙ্গে ওই পাঁচজন গুড় ব্যবসায়ীকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।