বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফ্লাইটে ওঠার আগেই দুর্ঘটনা কেড়ে নিল বাবা-ছেলের প্রাণ

  • প্রতিনিধি, ফেনী   
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ২২:৩৪

ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, জেলার পাঁচ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আমরা শোকাহত। আমরা দূতাবাসের সঙ্গে আলাপ করেছি। সব প্রক্রিয়া শেষ হলে অল্প সময়ের মধ্যে নিহতদের মরদেহ দেশে আনা সম্ভব হবে বলে আশা করছি।

প্রায় ১৬ বছর আগে পরিবার নিয়ে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পাড়ি জমান ফেনীর সোনাগাজীর আবুল হোসেন। সেখানেই জন্ম হয় ছেলে নাদিম হোসেনের। ১৩ বছরের সন্তানকে নিয়ে দেশে ফিরতে শুক্রবার প্রাইভেট কারে করে কেপটাউনের বিমানবন্দরে যাচ্ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের বাফুটু ওয়েস্ট এলাকার লোকানকা নামক স্থানে প্রাইভেট কারটিকে একটি দ্রুতগামী লরি চাপা দিলে ঘটনাস্থলেই আবুল হোসেন ও তার ছেলেসহ পাঁচজন নিহত হন।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পাঁচজনের বাড়িই ফেনী জেলায়। এখন তাদের পরিবারের চলছে শোকের মাতম।

আবুল ও তার ছেলে ছাড়াও এ দুর্ঘটনায় নিহতরা হলেন-ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলি গ্রামের ইসমাইল হোসেন (৩০), দাগনভুঞাঁ উপজেলার দক্ষিণ জয়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুরের রাজু আহমেদ (৩৪), একই উপজেলার মাতুভুঞাঁ ইউনিয়নের মোমারিজপুর গ্রামের মো. মোস্তফা কামাল (৪০)।

নিহত ইসমাইল হোসেনের ভাই মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, জেলার পাঁচ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আমরা শোকাহত। আমরা দূতাবাসের সঙ্গে আলাপ করেছি। সব প্রক্রিয়া শেষ হলে অল্প সময়ের মধ্যে নিহতদের মরদেহ দেশে আনা সম্ভব হবে বলে আশা করছি।

এ বিভাগের আরো খবর