সরকার জাতিকে অশিক্ষা-কুশিক্ষা দিয়ে দেশকে ধ্বংস করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
‘বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা: সংকট ও উত্তরণের উপায়’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে নাগরিক ফোরাম।
মঈন খান বলেন, ‘আমি মনে করি, আদিম ও আজকের সভ্য সমাজের মধ্যে যে ব্যবধান তা দিয়েছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা মানুষকে পরিবর্তন করেছে। আর আজ বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় এমন কিছু হচ্ছে যেটা আবার সভ্য সমাজ থেকে মানুষকে আদিম সমাজে নিয়ে যাচ্ছে। শুধু শিক্ষক সমাজ নয়, প্রতিটি সাধারণ মানুষকে এই শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।’
নতুন সিলেবাস বা পাঠক্রম নিয়ে কারা ছিনিমিনি খেলছে, তাদের উদ্দেশ্য কী সেটা জানা দরকার বলে উল্লেখ করেন আব্দুল মঈন খান। তিনি বলেন, ‘প্রতিটি দেশে একটা নিজস্ব চিন্তাধারা, ধর্ম, কৃষ্টি ও সংস্কৃতি থাকে। তার পরিপন্থী কোনো কিছু সেই দেশের মানুষের ওপর চাপিয়ে দেয়াটা ভালো নয়। এখন সেটাই হচ্ছে আমাদের ওপর।’
বিএনপির এই নেতা বলেন, ‘সরকার আমেরিকা ও যুক্তরাজ্য নিয়ে অনেক উদাহরণ দিয়ে থাকে। তারা কীভাবে শক্তিশালী দেশ। অনেকে উত্তর দেয়, তারা ধনী দেশ। আমি বলি, না। বিশ্বের সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের নাম নেই। আর প্রথম একশ’টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৫০ থেকে ৭৫টিই আমেরিকার। এতেই প্রমাণ হয় আমেরিকা অর্থ ও শিক্ষা উভয় ক্ষেত্রেই শক্তিশালী।’
সভায় আরও বক্তব্য দেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. এহছানুল হক মিলন, শিক্ষাবিদ অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান প্রমুখ।