বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হামলার হুমকি, বইমেলার সব প্রবেশপথে নিরাপত্তা জোরদার

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১৫:৪১

শাহবাগ থানা পুলিশ জানায়, জিডি হওয়ার পরপরই বিষয়টি জ্যেষ্ঠ কর্মকর্তাদের জানানোর পাশাপাশি পুলিশের জঙ্গিবাদ প্রতিরোধে গঠিত বিশেষায়িত ইউনিট কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকেও অবহিত করা হয়েছে। বিষয়টি নিয়ে কাজ চলছে। একই সঙ্গে বইমেলার সবগুলো প্রবেশপথে আগের চেয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

বোমা হামলার হুমকির পরিপ্রেক্ষিতে অমর একুশে বইমেলার নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালকের কাছে একটি চিঠি পাঠান মাওলানা সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার সকালে পাঠানো ওই চিঠিতে বইমেলায় বোমা হামলা করা হবে বলে হুমকি দেয়া হয়। পরে বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি জানিয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শাহবাগ থানা পুলিশ জানায়, জিডি হওয়ার পরপরই বিষয়টি জ্যেষ্ঠ কর্মকর্তাদের জানানোর পাশাপাশি পুলিশের জঙ্গিবাদ প্রতিরোধে গঠিত বিশেষায়িত ইউনিট কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকেও অবহিত করা হয়েছে। বিষয়টি নিয়ে কাজ চলছে। একই সঙ্গে বইমেলার সবগুলো প্রবেশপথে আগের চেয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ নিউজবাংলাকে বলেন, শুরু থেকেই বইমেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এই জিডির পর আরও বেশি নিরাপত্তা জোরদার করা হয়েছে, তবে বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

কাউন্টার টেররিজম ইউনিটের এক কর্মকর্তা জানান, সাধারণত এ ধরনের চিঠি পাঠিয়ে জঙ্গিরা কোথাও হামলা করে না। এটি আতঙ্ক সৃষ্টি করার জন্য কেউ করেছে। তারপরও বিষয়টি উড়িয়ে না দিয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে। বইমেলা এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শুক্রবার বইমেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দুটি বইয়ের মোড়ক উন্মোচনের জন্য উপস্থিত থাকার কথা ছিল। নিরাপত্তাজনিত কারণে সেই মোড়ক উন্মোচন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

এর আগে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ বৃহস্পতিবার রাতে নিউজবাংলাকে বলেন, ‘বাংলা একাডেমির মহাপরিচালককে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম একটি চিঠি দিয়েছে। এরকম একটি উড়ো চিঠির খবর আজ (বৃহস্পতিবার) আমরা জিডির মাধ্যমে জানতে পেরেছি। চিঠিটি হাতে লেখা। মাওলানা মো. সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির স্বাক্ষর করা চিঠিটি বাংলা একাডেমির মহাপরিচালককে পাঠানো হয়েছে।’

মো. শহীদুল্লাহ বলেন, ‘চিঠিতে লেখা আছে, যাত্রাবাড়ীর বিভিন্ন হোটেলে দেহব্যবসা হয়। এগুলো পুলিশ বন্ধ করে না। পুলিশের নাকের ডগায় এগুলো হচ্ছে। ইসলাম পরিপন্থি এসব কাজ বন্ধ করা না হলে করাচির মতো পুলিশ সদরদপ্তরে হামলা চালানো হবে।’

এ বিভাগের আরো খবর