বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বহুতল ভবনের ৬ তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১৪:৫৬

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি গেন্ডারিয়া থানায় জানানো হয়েছে।’

রাজধানীর গেন্ডারিয়ার মিল ব্যারাক পুলিশ লাইনে বহুতলা নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

৩৫ বছর বয়সী বিপুল রায়ের বাড়ি কুড়িগ্রাম জেলার জলঢাকা থানা মালভাঙ্গা গ্রামে। ওই নির্মাণাধীন ভবনের ব‍্যারাকে থাকতেন তিনি।

সহকর্মী দিলীপ দাস বলেন, ‘মিল ব্যারাক পুলিশ লাইনের ২০ তলা নির্মাণাধীন ভবনের ছয় তলায় আস্তরের কাজ করার সময় অসাবধানতাবশত সে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি গেন্ডারিয়া থানায় জানানো হয়েছে।’

এ বিভাগের আরো খবর