রাজধানীর পান্থপথ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোহাম্মদ ফারুক নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে।
গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে রাত আড়াইটার দিকে ফারুককে মৃত বলে জানান চিকিৎসক।
ঢামেক হাসপাতালে ভ্যানচালকের স্ত্রী ফিরোজা বেগম সাংবাদিকদের জানান, তারা কারওয়ান বাজারের রেলওয়ে বস্তিতে থাকেন। পান্থপথে বসুন্ধরা সিটির কাছে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তার স্বামী। সেখান থেকে ফারুককে ঢাকা মেডিক্যালে নিয়ে যান তার বন্ধুরা।
ফারুকের স্ত্রী জানান, তিনি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গের সামনে স্বামীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার জানা মতে, ফারুকের কোনো শত্রু ছিল না।
কারা ফারুককে হত্যা করতে পারে, তা নিয়েও কোনো ধারণা নেই বলে জানান ফিরোজা।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ফারুকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।