নওগাঁর মহাদেবপুরে অগ্নিকাণ্ডে চারটি গরুসহ চারটি বাড়িঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।
উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামে বৃহস্পতিবার বিকেলে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের ৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে।
মহাদেপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন নিউজবাংলাকে এসব তথ্য জানান।
দক্ষিণ হোসেনপুর গ্রামের আজিজার রহমান বলেন, সকালের খাবার খেয়ে তিনি ধানের কাজে মাঠে যান। হঠাৎ করেই বিকেল সাড়ে ৪টার দিকে গ্রামে আগুন জ্বলতে দেখে ছুটে আসেন। এ সময় গ্রামের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরে মহাদেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।
এরই মধ্যে আগুনে তার বাড়িতে থাকা চারটি গরু, নগদ প্রায় ৫০হাজার টাকা ও আসবাবপত্রসহ ঘড়-বাড়ি ভস্মীভূত হয়ে যায়। গরু চারটির আনুমানিক মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা হবে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে আসেন। ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে তাৎক্ষণিক নগদ ৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে বলে জানান তিনি।
মহাদেবপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা ছয়ফুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে সাথে ছুটে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন ধরতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসান বলেন, ‘আগুনে চারটি পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিকভাবে প্রত্যেককে ৫ হাজার টাকা এবং কিছু কম্বল দেয়া হয়েছে।’
এ ছাড়া ঘর মেরামতের টিনের জন্য ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তা করা হবে বলে জানান তিনি।
ওসি মোজাফফর বলেন, ‘ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। সম্ভবত বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ছাড়া কেউ কোনো লিখিত অভিযোগ করলে বিষয়টি ক্ষতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।’