কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী খাতুনের নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি তাদের কাজ শেষ করে এনেছেন। এখন সাক্ষ্য-প্রমাণ ও তথ্য-উপাত্ত পর্যালোচনা করছেন।
বৃহস্পতিবার ছুটির দিনে সকাল সাড়ে ৯টার দিকে কমিটির আহ্বায়ক আইন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রেবা মন্ডলের কক্ষে অন্যান্য সদস্যদের নিয়ে এ আলোচনা শুরু হয়।
কমিটির সদস্য প্রফেসর ড. দেবাশীষ শর্মা বলেন, ‘ভুক্তভোগী, অভিযুক্ত, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও দেশরত্ন শেখ হাসিনা হলের কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষাতকার নিয়েছি। রিপোর্ট প্রস্তুতের জন্য পর্যালোচনা চলছে।’
দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে গত ১২ ফেব্রুয়ারি রাতে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে নির্যাতন করার অভিযোগ করেন প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী খাতুন।
তিনি অভিযোগে বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরীর নেতৃত্বে তার অনুসারীরা নির্যাতন চালিয়েছেন। তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালাগাল ও হত্যার হুমকি দেন।
এ নিয়ে হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও উচ্চ আদালতের নির্দেশে জেলা প্রশাসনের গঠন করা মোট তিনটি কমিটি তদন্তের কাজ করছেন।