লক্ষ্মীপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে শতবর্ষী এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের বিনোদধর্মপুর গ্রামের একটি ডোবা থেকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
১০৫ বছর বয়সী ফাতেমা খাতুন বিনোদধর্মপুর গ্রামের মৃত মমিন উল্যাহর স্ত্রী।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন।
পরিবারের বরাতে পুলিশ জানায়, তিন দিন আগে আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য বৃদ্ধা ফাতেমা ঘর থেকে বের হন। তার এবং আত্মীয়ের বাড়ির পাশাপাশি। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের ডোবায় তার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
ওসি মোসলেহ উদ্দিন বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’