ময়মনসিংহের নান্দাইলে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের মরদেহ পানের বরজে ভেতরে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করে পুলিশ।
উপজেলার খারুয়া ইউনিয়নের বেলতৈল গ্রামে বুধবার রাত ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
৫০ বছর বয়সী আবু সাঈদ উপজেলার খারুয়া ইউনিয়নের বেলতৈল গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন।
সাঈদের পরিবারের বরাত দিয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, বুধবার বিকেলে সাঈদ বাড়ি থেকে বের হন। এরপর আর ফেরেননি। বুধবার রাত ৮টার দিকে তার ছেলেরা প্রতিবেশী আব্দুছ সাত্তারের পান বরজের পাশ দিয়ে খোঁজাখুঁজি করছিলেন। এ সময় সাঈদের নম্বরে কল দিলে ওই পান বরজ থেকে মোবাইল ফোনের রিংটোনের আওয়াজ শোনতে পান। পরে বরজের ভেতরে গিয়ে কোমর পর্যন্ত পুঁতে রাখা অবস্থায় আবু সাঈদের মরদেহ দেখতে পান।
তিনি আরও জানান, রাত সাড়ে ৯টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ সময় মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
ওসি জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।