রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় আসিয়ান সিটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ছাত্র নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও একজন।
সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ২৪ বছর বয়সী ওমর ফারুক পলকের বাবা মমিনুল হক। ফারুকের বাড়ি কেরানীগঞ্জের জিনজিরা এলাকায়। আহত ২৩ বছর বয়সী জুয়েল রানার বাড়ি নারিন্দা এলাকায়। তারা দুজনই
মুগদা ইসলামিক ইউনিভার্সিটির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহতের মামা মোহাম্মদ নাদিম হোসেন বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে মোটরবাইক নিয়ে কাজলা ভাঙ্গা ব্রিজ দিয়ে মুগদা ইসলামিক ইউনিভার্সিটি যাওয়ার পথে আসিয়ান সিটির একটি বাসের ধাক্কায় দুইজন রাস্তার ওপর ছিটকে পড়ে। এতে গুরুতর দুজনকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ওমর ফারুককে সকাল সোয়া ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত তার বন্ধু জুয়েল রানা চিকিৎসাধীন রয়েছেন। তার ডান হাতে গুরুতর যখম।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ‘যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুইজন শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়। ওমর ফারুক নামে একজনের মৃত্যু হয়েছে। জুয়েল রানা নামে আহত একজন চিকিৎসাধীন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল মর্গে রাখা হয়েছে, বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।’