কানাডার টরন্টোয় সড়ক দুর্ঘটনায় আহত সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার বৈধ ড্রাইভিং লাইসেন্স দিয়েই গাড়ি চালাচ্ছিলেন; পুলিশের সঙ্গে সাক্ষাৎ করে এ তথ্য নিশ্চিত করেছেন তার বাবা-মাসহ স্বজনরা।
মঙ্গলবার কুমার বিশ্বজিত, তার স্ত্রী নাইমা সুলতানা এবং ভাই অভিজিৎ দে অন্টারিও পুলিশের সঙ্গে সাক্ষাৎ করেন। দুর্ঘটনা সম্পর্কে জানতে এবং নিবিড়ের ব্যক্তিগত সামগ্রীর ব্যাপারে খোঁজ নিতে গিয়েছিলেন তারা।
পরে অভিজিত দে ফেসবুকে এক পোস্টে বলেন, অন্টারিও পুলিশের কর্মকর্তা মার্কের সঙ্গে তারা সাক্ষাত করেছেন। পুলিশ কর্মকর্তা তাদের নিশ্চিত করেছেন নিবিড় কুমারের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির মালিকানার কাগজপত্র এবং ইন্সুরেন্স যথাযথ ছিল, কোনো ত্রুটি ছিল না।
ফেসবুক পোস্টে অভিজিত দে দুর্ঘটনায় নিহত নিবিড়ের তিন বন্ধুর প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে তিনি দুর্ঘটনা নিয়ে গুজব এবং মনগড়া অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানান।
গত ১৩ ফেব্রুয়ারি টরন্টোয় সড়ক দুর্ঘটনায় নিহত হন নিবিড়ের বন্ধু শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাড়ৈ ও আরিয়ান দীপ্ত। গাড়িটি চালাচ্ছিলেন নিবিড়ি। তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।