বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আনিসুল হক সড়কে ‘টম অ্যান্ড জেরি খেলা’ নিয়ে ক্ষোভ মেয়র আতিকের

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ১৫:৫৮

আনিসুল হক সড়কে বুধবার অভিযান শেষে মেয়র আতিক বলেন, “আমি আসার কারণে ট্রাকগুলো রাস্তা থেকে সরিয়ে ফেলেছে। যদিও অনেকে রাস্তার ওপর ট্রাক রেখে দিব্বি চলে গেছে। সত্যি কথা বলতে হয়, এ সড়কটি নিয়ে ‘টম অ্যান্ড জেরি খেলা’ হচ্ছে। আমি আসলে চলে যাচ্ছে; পুলিশ আসলে চলে যাচ্ছে; পরে আবারও এসে রাস্তা দখল করছে, আবার চলে আসছে। এটা বাস্তব সত্য চিত্র।”

বারবার অভিযানের পরও রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন মেয়র আনিসুল হক সড়ক দখলমুক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তার উত্তরসূরি আতিকুল ইসলাম।

অভিযানের পর সরে যাওয়া গাড়ি ফের সড়কে আসাকে ‘টম অ্যান্ড জেরি খেলা’ আখ্যা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র।

আনিসুল হক সড়কে বুধবার অভিযান শেষে মেয়র আতিক বলেন, “আমি আসার কারণে ট্রাকগুলো রাস্তা থেকে সরিয়ে ফেলেছে। যদিও অনেকে রাস্তার ওপর ট্রাক রেখে দিব্বি চলে গেছে।

“সত্যি কথা বলতে হয়, এ সড়কটি নিয়ে ‘টম অ্যান্ড জেরি খেলা’ হচ্ছে। আমি আসলে চলে যাচ্ছে; পুলিশ আসলে চলে যাচ্ছে; পরে আবারও এসে রাস্তা দখল করছে, আবার চলে আসছে। এটা বাস্তব সত্য চিত্র।”

সড়কটি দখলমুক্ত করতে নিয়মিত অভিযানের কথা উল্লেখ করে ডিএনসিসি মেয়র বলেন, ‘এখানে আমরা প্রায়ই অভিযান চালাই। কিন্তু দুদিন পরই দখল হয়ে যায়। ট্রাকের মালিকরা বলছেন, জায়গা দেই না কেন? আমি বলেছি, আমি যেটা চাই, আগে সেটা করবেন।

‘আমি চাই জনগণের যেন কোনো ভোগান্তি না থাকে। এর জন্য রাস্তার দুই পাশে কোনো ধরনের ট্রাক দাঁড়িয়ে থাকতে পারবে না।’

সাতরাস্তা থেকে রেলক্রসিং হয়ে কারওয়ান বাজার, ফার্মগেট ও তেজগাঁও রেল স্টেশনের সংযোগকারী সড়কটি দীর্ঘদিন ট্রাকস্ট্যান্ড হিসেবে দখলে ছিল। আনিসুল হক মেয়র হওয়ার পর সড়কটি দখলমুক্ত করেন। সে সময় ট্রাকশ্রমিকরা সিটি করপোরেশন কর্মীদের সঙ্গে সংঘাতেও জড়িয়েছিল। আনিসুল হকের মৃত্যুর পর পরে ধীরে ধীরে পুরোনো চেহারাতে ফিরতে থাকে রাস্তাটি।

সড়কটি দখলমুক্ত রাখতে পাঁচ সদস্যের কমিটি গঠনের পরিকল্পনার কথা জানিয়ে মেয়র আতিকুল বলেন, ‘পুলিশের সমন্বয়ে পাঁচ সদস্যের একটি কমিটি করতে চাচ্ছি। এখানে মালিক সমিতির প্রতিনিধি থাকবে, ট্রাক শ্রমিক প্রতিনিধি থাকবে, পুলিশ থাকবে, কাউন্সিলর থাকবে, আরেকজন প্রতিনিধি থাকবে।’

এ বিভাগের আরো খবর