বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১৯ বছর পর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • প্রতিনিধি, ময়মনসিংহ   
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:২৩

ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তরের মেজর আখের মুহম্মদ জয় জানান, গোপন সংবাদের ভিত্তিতে মনসুরের পালিয়ে থাকার অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মনসুরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে হত্যার ১৯ বছর পর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা থেকে সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ৪৮ বছর বয়সী আবুল মনসুর ঈশ্বরগঞ্জ থানাধীন পস্তারী গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তরের মেজর আখের মুহম্মদ জয় জানান, বাড়ির পাশের জমি নিয়ে বিরোধ চলছিল আবুল মনসুর ও তার প্রতিবেশী বাচ্চু মিয়ার পরিবারের সঙ্গে। এ নিয়ে ২০০৩ সালের ২ ডিসেম্বর দুপুরে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আবুল মনসুরসহ তার পরিবারের লোকজন বাচ্চু মিয়াকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের চাচা আব্দুল জলিল বাদী হয়ে আবুল মনসুরসহ তার ভাই বাচ্চু, বাবা জালাল উদ্দিন ও মা আহার বানুকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।

তিনি আরও জানান, মামলার পর বাচ্চু, জালাল ও আহার বানুকে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় ৷ পরে তারা জামিনে মুক্ত হন। কিন্তু পালিয়ে ছিলেন আবুল মনসুর। ২০১৯ সালের ২২ জুলাই আদালতে সাক্ষ্য প্রমাণ শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আবুল মনসুরসহ চারজনকেই যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

মেজর আখের মুহম্মদ জয় জানান, দীর্ঘ ১৯ বছর দেশের বিভিন্ন এলাকায় নিজের পরিচয় গোপন করে ছদ্মবেশে পালিয়ে ছিল আবুল মনসুর। গোপন সংবাদের ভিত্তিতে মনসুরের পালিয়ে থাকার অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মনসুরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো খবর