বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তুরস্ক থেকে ফিরেছে সমন্বিত উদ্ধারকারী দল

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ২১:৪৪

বাংলাদেশের সমন্বিত উদ্ধারকারী দলের সদস্যদের নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমান সি-১৩০ মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকায় অবতরণ করে।

তুরস্কে ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় উদ্ধার কাজ শেষে দেশে ফিরেছে সমন্বিত উদ্ধারকারী দল।

বাংলাদেশের সমন্বিত উদ্ধারকারী দলের সদস্যদের নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমান সি-১৩০ মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকায় অবতরণ করে।

ফায়ার সার্ভিস মিডিয়া সেল জানায়, তেজগাঁ বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় কুর্মিটোলা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তাও সেখানে উপস্থিত ছিলেন।

ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে উদ্ধার সহায়তা ও চিকিৎসা দিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ৪৬ সদস্যের একটি দল বুধবার রাত ১০টায় বিমান বাহিনীর সি-১৩০ বিমানে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

পরদিন রাত ৯টা ৪৬ মিনিটে দলটি তুরস্কের আদানা মিলিটারি বেইসে পৌঁছে। সেখান থেকে ৩৫০ কিলোমিটার দূরের গন্তব্য আদিয়ামানের উদ্দেশে বাসে রওনা হন দলের সদস্যরা। আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করেন তারা।

ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ অ্যাডভাইজার গ্রুপ-এর নীতিমালার আলোকে ২৪ জন সেনাসদস্য এবং ১২ জন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যের সমন্বয়ে ৩৬ সদস্যের আরবান সার্চ অ্যান্ড রেসকিউ টিম প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে যায়।

ওই দলে বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১০ সদস্যবিশিষ্ট সেনাবাহিনীর দুটি মেডিক্যাল টিমও সংযুক্ত ছিল।

সপ্তাহব্যাপী উদ্ধার তৎপরতা শেষে মঙ্গলবার দলটি দেশে ফিরে আসে।

এ বিভাগের আরো খবর