দিনাজপুর শহরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। এতে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম।
এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার বিকেলে দিনাজপুর শহরের উপশহর ৮ নম্বর ব্লকে অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার ও ৩ অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- ২৬ বছর বয়সী হারুন-অর-রশিদ, ৩২ বছর বয়সী মোফাজ্জল হোসেন শিমুল ও ২৭ বছর বয়সী সাকিরা আক্তার পুতুল। আর উদ্ধারকৃত ব্যক্তির নাম মোবারক হোসেন। তিনি জেলার কাহারোল উপজেলার গড়নুরপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
প্রেস ব্রিফিংয়ে ওসি তানভিরুল ইসলাম বলেন, ‘মোবারক হোসেন ১৯ ফেব্রুয়ারি উপশহরের ৮ নম্বর ব্লকে যান। এ সময় অপহরণকারীরা তাকে ধরে নিয়ে স্থানীয় মৌসুমী বেগমের বাসায় আটকে রাখে। তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে তারা।
‘মোবারক হোসেন তার স্ত্রীর মাধ্যমে বিকাশে প্রথমে ২০ হাজার টাকা ও পরে আরও ২ লাখ টাকা দেন। পরদিন সোমবার বিকেলে মোবারক হোসেনের স্ত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানান।’
ওসি বলেন, ‘বিষয়টি জানার পর পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে অভিযান চালিয়ে মোবারককে উদ্ধার এবং উদ্ধার ও ৩ অপহরণকারীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় জড়িত তরিকুল ইসলামে নামে একজন পলাতক।
এরা সংঘবদ্ধ একটি দল। বিভিন্ন সময় ব্যবসায়ীদের টার্গেট করে অপহরণ করে এবং পরবর্তীতে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা চাঁদা হিসেবে হাতিয়ে নেয়।’
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ দেড় লাখ টাকা, দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় উদ্ধার হওয়া মোবারক কোতোয়ালি থানায় মামলা করেছেন।