‘লেখক পাঠক বই, একত্রিত হই’ এই প্রতিপাদ্য বিষয়ে দৈনিক প্রান্তজনের আয়োজনে নাটোরে দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত হয়েছে।
শহরের কানাইখালি এলাকায় পতাকা উত্তোলনের মাধ্যমে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মেলার কার্যক্রম শুরু হয়। এরপর থেকেই মেলা প্রাঙ্গণে জড়ো হতে থাকে লেখক, পাঠকসহ দর্শনার্থীরা।
পরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং শ্লেট ও চকের মাধ্যমে ক্ষুদে শিশুদের হাতেখড়ি দিয়ে মেলার সূচনা হয়।
বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত কথা সাহিত্যিক জাকির তালুকদার সূচনা বক্তব্য দেন। উদ্বোধনী সেশনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, জজকোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবনসহ অন্যান্যরা।
দৈনিক প্রান্তজন সম্পাদক কবি মোহাম্মদ সেলিমের উদ্যোগে দিনব্যাপী মেলায় পর্যায়ক্রমে বিভিন্ন পেশাজীবী ব্যক্তি এবং লেখকরা বক্তব্য রাখেন। এ ছাড়া আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পথ বইমেলার আয়োজক মোহাম্মদ সেলিম জানান, শহরের মূল সড়কের পাশে চা চত্বরে স্থানীয় কবি, সাহিত্যিকদের চা-আড্ডার জায়গাটিতে এ পথ বইমেলার আয়োজন করা হয়েছে ।
প্রতিবারের মতো ২১ শে ফেব্রুয়ারির সকালে যারা চা পানে এ চত্বরে এসেছেন, সকলেই হয়েছেন অভিভূত। নিত্যদিনের আড্ডার জায়গায় বসতে পারে কোন বইয়ের মেলা, অনুষ্ঠিত হতে পারে, নাটোরকে বাংলা সাহিত্যে আলোকিত করা লেখক-কবি-
সাহিত্যিকদের মিলনমেলা, তা কল্পনাও করেননি অনেকে। এমন মেলার আয়োজনে উচ্ছ্বাসিত সবাই।
তিনি আরও জানান, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে যাবে। মুক্তচিন্তা, মেধাভিত্তিক দেশ গড়তে বই পড়ার কোনো বিকল্প নেই। বইমেলা পাঠকের সঙ্গে বইয়ের মেলবন্ধন তৈরি করে।