গুলশানে আগুনের ঘটনায় আহত সামা রহমান সিনহাকে এখনও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছে; তার অবস্থা আগের চেয়ে একটু ভালো।
মঙ্গলবার সকালে নিউজবাংলাকে এ কথা নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
সামন্ত লাল বলেছেন, ‘সামা এখনও আইসিইউতে আছেন। তবে তিনি এখন আগের চেয়ে ভালো আছেন। আমাদের মেডিক্যাল টিম আজকে তাকে অবজারভেশনে রাখবো। তারপর অবস্থা বুঝে বেডে দেব।’
শ্বাসনালীর অবস্থা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা অনেকটা কাটিয়ে উঠেছেন। ইন্টারনাল ব্লিডিংয়ের যে আশঙ্কা ছিল, সেটাও হয়নি। বাকি পরিস্থিতি আরও অবজারভেশনের পর বলা যাব। সে জন্য আজকের দিনটা পুরো অবজারভেশনে রাখা হবে।’
রোববার রাতে গুলশান-২-এর একটি আবাসিক ভবনে আগুনের সময় শরীরে আগুন নিয়ে সাত তলা থেকে সুইমিংপুলে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন সামা রহমান সিনহা। ৩৮ বছর বয়সী সমা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ও একমি গ্রুপের পরিচালক ফাহিম সিনহার স্ত্রী।