বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৭ তলা থেকে লাফ দেন বিসিবি পরিচালকের স্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ২১:২৯

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক বলেন, সর্বোচ্চ গুরুত্ব সহকারে সামার চিকিৎসা চলছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে, তবে তার কোনো ধরনের সাপোর্ট লাগছে না। তিনি জানিয়েছেন, আগুন লাগার পর লিফটে করে ১২ তলা থেকে নামতে গিয়ে ৭ তলায় আটকে যান।

গুলশান-২ এ আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের সময় শরীরে আগুন নিয়ে সাত তলা থেকে সুইমিংপুলে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন সামা রহমান সিনহা (৩৮)। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ও একমি গ্রুপের পরিচালক ফাহিম সিনহার স্ত্রী। নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

তিনি জানান, সামা রহমান সিনহা স্বামীসহ গুলশানের ওই ভবনের ১২ তলায় নিজেদের অ্যাপার্টম্যান্টে বাস করতেন। আগুনের ঘটনায় ভবনের ভেতরে আটকা পড়েছিলেন তিনি। এসময় তার পিঠের একাংশ আগুনে পুড়ে যায়। পরবর্তীতে জীবন বাঁচাতে তিনি ভবনের সাত তলা থেকে নিচের সুইমিং পুলে ঝাঁপ দেন।

পানির কারণে এতো উঁচু থেকে ঝাঁপ দিয়েও প্রাণে বেঁচে যান তিনি। তবে এখনো শঙ্কামুক্ত নন সামা, ভবনের ভেতরে আগুনের তাপ ও ধোঁয়ার কারনে সামার শ্বাসনালী পুঁড়ে গেছে। এজন্য তাকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সর্জারি ইন্সটিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসার জন্য ২৫ সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। ডা. সামন্ত লাল বলেন, সামা রহমানের মূল সমস্যা তার ইনহ্যালেশন বার্ন আছে। এটা সমস্যার সৃষ্টি করতে পারে। তার পিঠের কিছু অংশ আগুনে পুঁড়েছে তাছাড়া তেমন কোন বাহ্যিক আঘাত নেই। তবে আমরা মেডিক্যাল বোর্ড গঠনের পর এখন পরীক্ষা নিরিক্ষা শুরু করেছি, এখন জানার চেষ্টা চলছে তার ইন্টারনাল কোনো ব্লিডিং হচ্ছে কি না।শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক বলেন, সর্বোচ্চ গুরুত্ব সহকারে সামার চিকিৎসা চলছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে, তবে তার কোনো ধরনের সাপোর্ট লাগছে না। তিনি জানিয়েছেন, আগুন লাগার পর লিফটে করে ১২ তলা থেকে নামতে গিয়ে ৭ তলায় আটকে যান। তারপর সেখান থেকে কোনোরকমে বেরিয়ে আগুনের তাপ সহ্য করতে না পেরে সাত তলা থেকে পানিতে লাফিয়ে পড়েন। তবে পানিতে পড়ায় তার খুব একটা ইনজুরি হয়নি।

এ বিভাগের আরো খবর