নেত্রকোণার বারহাট্টা উপজেলায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে এক কিশোরীকে তুলে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হওয়ার পর রোববার রাতে হোতা মোস্তফাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
হোতা মোস্তফা উপজেলার রায়পুর ইউনিয়নের চরপাড়া গ্রামের জালাল মিয়ার ছেলে। সোমবার দুপুরে আদালতে হাজির করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
জানা গেছে, ৩০ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার ফকিরের বাজারে হেফজুল উলুম মাদ্রাসায় ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন ওই কিশোরী। বাজারের কাছাকাছি পৌঁছলে মোস্তফা তাকে মুখ চেপে ধরে তুলে নিয়ে একটি পরিত্যক্ত স্থানে ধর্ষণ করেন। পরে তার তিন বন্ধুকে ডেকে আনলে তারাও ওই কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন। ধর্ষণের পর রাতে কিশোরীকে বাড়ির কাছাকাছি পৌঁছে দিয়ে পালিয়ে যান ওই চারজন।
বারহাট্টা থানার ওসি লুৎফুল হক জানান, অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। সোমবার নেত্রকোণা সদর হাসপাতালে কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। একই দিনে তিনি আদালতে জবানবন্দি দিয়েছেন।