বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খালেদাকে মুক্তির শর্ত মেনে রাজনীতি করতে হবে: কাদের

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:১৭

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিক্ষোভ সমাবেশ করতে লোক লাগে। আর সংঘাত করতে দুই-চারজন হলেই চলে। বিএনপির সেই স্বভাব ও শিক্ষা আছে। দলটির নিজের ঘরেই গণতন্ত্র নেই। তারা দেশে গণতন্ত্র চায় না। তারা সংঘাতময় পরিস্থিতি তৈরি করে অন্ধকারের চোরাগলি দিয়ে ক্ষমতায় যেতে চায়।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতি করতে চাইলে তাকে মুক্তির শর্ত মেনে তা করতে হবে। কেননা তিনি দণ্ডিত, এই অবস্থানটা তার নির্বাচন করার পক্ষে নয়। তিনি নির্বাচনের যোগ্য নন।’

সোমবার বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলায় বাংলাদেশ ছাত্রলীগের বইয়ের স্টল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ সংঘাত চায় না, শান্তি চায়। কিন্তু বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে সংঘাতের দিকে যেতে চায়। ২০১৩-১৪ সালের সহিংসতা ও অগ্নি-সন্ত্রাসের মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের পাশাপাশি আওয়ামী লীগ সতর্ক ও প্রস্তুত রয়েছে।

‘আমরা সরকারে আছি, শান্তি চাই। বিশৃঙ্খলা কেন করব? পাল্টাপাল্টি সমাবেশ আমরা দেইনি। নির্বাচন পর্যন্ত আমাদের নিজস্ব কর্মসূচি আছে। আমরা শান্তি সমাবেশ, গণসংযোগ করছি। আমরা রাজনীতিতে ও নির্বাচনে প্রতিযোগিতা চাই। কিন্তু বিএনপি সংঘাত চায়।’

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে কোন সংঘাতময় পরিস্থিতি নেই। বিক্ষোভ সমাবেশ করতে লোক লাগে। আর সংঘাত করতে দুই-চারজন হলেই চলে। বিএনপির সেই স্বভাব ও শিক্ষা আছে।

‘দলটির নিজের ঘরেই গণতন্ত্র নেই। তারা দেশে গণতন্ত্র চায় না। তারা সংঘাতময় পরিস্থিতি তৈরি করে অন্ধকারের চোরাগলি দিয়ে ক্ষমতায় যেতে চায়।

সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনা হবে না বলে আবারও স্পষ্টভাবে জানিয়ে দেন আওয়ামী লীগের দ্বিতীয় শীর্ষ এই নেতা।

‘তবে বিএনপি যদি সংবিধানে সমাধান খুঁজে পায় তাহলে আমরা কেন করব না’ বলে মন্তব্য করেন তিনি।

বিদেশি চাপ প্রসঙ্গে সড়ক ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা সকাল বেলা ঘুম থেকে উঠেই অ্যাম্বেসি ও হাইকমিশনে নালিশ করতে যান। এজন্য বিএনপিকে মানুষ নালিশ পার্টি বলে। আওয়ামী লীগ সরকার নয়, বিএনপিই চাপে আছে। ডোনাল্ড লু, মার্কিনিদের সঙ্গে অন্তরঙ্গ বৈঠক না হওয়ায় বিএনপির এখন হতাশা। আমরা চাপে নেই। আমরা সংবিধান অনুযায়ী চলছি।’

ওবায়দুল কাদের পরে সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলা প্রাঙ্গণে চিত্রনায়িকা কেয়া রচিত ‘প্রেমিকের নাম কবিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

এ বিভাগের আরো খবর